গ্রাফিক গল্প
নাম: রোড এক্সিডেন্ট
প্রকাশিত: জুলাই 15, 2013
বিবরণ:
একজন রিকশাচালক সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পায়। পায়ের চিকিৎসা সময়মতো না হলে পা হারাতে হবে।চিকিৎসার জন্যে তাকে অবশ্যই ঢাকার হাসপাতালে নেয়া প্রয়োজন, যার জন্যে অনেক টাকার দরকার।
পা বাঁচানো যাবে, নাকি সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে যাবে?
নাম: নিজের ওয়ালেট
প্রকাশিত: মার্চ 12, 2015
বিবরণ:
ছোট ভাইকে বড় ভাই ফোন দিয়ে জানায় খুব তাড়াতাড়ি ফসলের জমিতে পানি দিতে হবে। নইলে সব ফসল নষ্ট হয়ে যাবে। পানি দেয়ার জন্য শ্যালো মেশিন কেনার টাকা সে পাঠিয়ে দেয় ছোট ভাইয়ের এলাকার একজন বিকাশ এজেন্ট-এর কাছে। কিন্তু বিকাশ এজেন্ট-এর ফোন আর দোকান উভয়ই বন্ধ পাওয়া যায়।
শ্যালো মেশিন কেনা হবে, নাকি সব ফসল নষ্ট হয়ে তারা একেবারে নিঃস্ব হয়ে যাবে?